নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে পরিবর্তন চান মোহাম্মদ আশরাফুল। সেই সঙ্গেও নিজেও নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটার। ১২ বছর ধরে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দীর্ঘ সময় ধরে একই পদে থাকলেও দলকে তেমন একটা সাফল্য এনে দিতে পারেননি সাবেক এই ক্রিকেটার। বিশ্বকাপে ভরাডুবির পর তার দিকে আঙুল তুলেছেন আশরাফুল। তার মতে, একই চিন্তা টানা অনেক বছর ধরে চলতে থাকায় স্থবিরতা চলে এসেছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন নির্বাচক প্যানেল চেয়ে আশরাফুল বলেন, ‘একটা মানুষ আসলে ১২ বছর ধরে আছেন, একই চিন্তা-ভাবনা হবে এটা আমার কাছে মনে হয়। শুধু আমি না বিশ্বের সব জায়গায়। আমি এটা আরেকবার বলেছিলাম তখন তিনি উদাহরণ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার একজন নাকি ১২-১৩ বছর ছিলেন। তখন কিন্তু অস্ট্রেলিয়া ১৬টা টেস্ট ম্যাচ জিতেছিলেন। আমাদের যদি হিসেব করেন সবশেষ তিনটা আইসিসি ইভেন্টে কিন্তু ভালো হয়নি। অবশ্যই নতুন ব্রেইন দরকার।’
এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসানের বদলি হিসেবে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তাকে নিয়ে আশরাফুল বলেন, ‘এনামুল হক বিজয় যেমন চারদিনের ম্যাচ থেকে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি খেলেও আমি সন্দিহান যে কতটা কি করতে পারবে। কারণ ওই ধরণের কোয়ালিটি বোলিং খেলে আসেনি আবার ওই ধরণের খেলাও খেলে আসেনি। এতদিন ছেড়ে ছেড়ে খেলার চিন্তা করে এসেছে। এখন তার ওয়ানডে খেলতে হবে। এইসব নিয়ে আরও ভালো পরিকল্পনা করা উচিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post