নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে সাড়ে চার বছরের বেশি সময় পর দায়িত্ব ছাড়লেন আব্দুর রাজ্জাক। সাবেক এই স্পিনার বিসিবির নির্বাচনে অংশ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৬ অক্টোবর হতে যাওয়া নির্বাচনে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা হতে পরিচালক পদে লড়বেন রাজ্জাক।
রাজ্জাকের পদত্যাগের খবরটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি। সেখানে রাজ্জাকের বিবৃতিতে জানানো হয়েছে, ‘জাতীয় দলে ১৪ বছর খেলা এবং নির্বাচক হিসেবে ৪ বছরের বেশি কাজ করার সম্মানিত দায়িত্ব আমি পালন করতে পেরেছি। আমি বিশ্বাস করি এখন সঠিক সময় এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে খেলায় আরও বেশি অবদান রাখা, যেসব ক্ষেত্রে সুযোগ পাওয়া যাবে। আমি মনে করি এটাই আমার জন্য সঠিক কাজ।’
এদিকে সব ধরনের ক্রিকেট ছাড়ার আগে বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট, ১৫৩ ওয়ানডে এবং ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন রাজ্জাক। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৯ উইকেট নিয়েছেন। যেখানে টেস্টে ২৮, ওয়ানডেতে ২০৭ ও টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪ উইকেট। এ ছাড়া ১৩৭ প্রথম শ্রেণির ম্যাচে ৬৩৪ উইকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪১২ উইকেট শিকার করেছেন রাজ্জাক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০