বিসিবি বলছে বিশ্রাম, রুমানা বলছেন বাদ

0
99

স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। নারী দলের সিনিয়র ক্রিকেটার রুমানা আহমদ ও সালমা খাতুন দলে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে সিনিয়র এই দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে রুমানা আহমদে বাদ পড়ে টিম ম্যানেজম্যান্টের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। জানিয়েছেন, বিশ্রাম নয়, হয়তো তাকে বাদই দেওয়া হয়েছে। ড্রেসিং রুমে সিনিয়রদের কদর নেই, সিনিয়র হটাও মনোভাব এমনটাও বলছেন এই সিনিয়র নারী ক্রিকেটার।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঈদের পরেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে টি-২০ সিরিজও খেলবে বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে ২৯ এপ্রিল হবে প্রথশ ওয়ানডে, ২ ও ৪ মে হবে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ। এরপরই একই শহরের এসএসসি গ্রাউন্ডে শুরু হবে টি-২০ সিরিজ। ৯ মে প্রথম টি-২০, ১১ মে দ্বিতীয় ও ১২ মে হবে তৃতীয় টি-২০ ম্যাচ।

দল থেকে বিশ্রাম দেওয়া রুমানা আহমদ একটি ক্রিকেট বিষয়ক গণমাধ্যমকে বলেন, ‘কেন জানি আমার বাদ পড়ার অনুভূতি হচ্ছে। দেখেন, আপনি যখন কাউকে বিশ্রাম দেবেন অবশ্যই সেই খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। কিন্তুু তারা আমার সঙ্গে কথা বলেনি, তাই আমার এমন (বাদ পড়ার কথা) মনে হচ্ছে।’

ড্রেসিং রুমে সিনিয়র হটাও মনোভাব জানিয়ে তিনি রুমানা আহমেদ বলেন, ‘দেখুন এটা (সিনিয়রদের ভালো ভাবে গ্রহণ না করা) দীর্ঘ দিন থেকে হয়ে আসছে। ব্যাপারটা এমন যে, এখন সময় জুনিয়রদের এবং এটা বাংলাদেশ দলে খুব স্বাভাবিক বিষয়। এটা নতুন কিছু না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here