স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে রাজস্থান রয়্যালসকে ৫ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ানের ‘বিস্ফোরক’ ইনিংসে ভর করেই দারুণ জয় পেয়েছে দলটি।
আগে ব্যাট করা কিংসরা অধিনায়ক ধাওয়ান ও প্রাবাসিরমান সিংয়ের ব্যাটে ১৯৭ রান তুলছিলো। জবাবে ব্যাট করতে নামা রাজস্থান ১৯২ রানে থামে। ৫ রানের জয় পায় পাঞ্জাব কিংস।
টস হেরে ব্যাট করতে নামা পাঞ্জাব দুই ওপেনারের ব্যাটেই তুলে নেয় ৯০ রান। ইনিংসের দশ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ৬০ রানে প্রবাসিরমান সিং সাজঘরে ফিরলে ভাঙে তাদের জুটি। ৩৪ বলের ইনিংসে সাত চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি।
আরেক ওপেনার অধিনায়ক ধাওয়া খেলেন বিস্ফোরক ইনিংস। নয় চার ও তিন ছক্কায় মাত্র ৫৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৭ রান আসে জিতেশ শর্মার ব্যাট থেকে।
রাজস্থানের হয়ে জেসন হোল্ডার ২টি উইকেট লাভ করেন।
১৯৮ রানের বড় টার্গেটে খেলতে নামা রাজস্থান শুরু করে উইকেট হারিয়ে। দলীয় ১৩ রানেই ব্যক্তিগত শুন্য রানে ফিরে যান অশ্বিন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৯২ রানে থামে। সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। ৩৬ রান আসে শিমরণ হেটমায়ারের ব্যাট থেকে।
পাঞ্জাবের হয়ে নাথান এলিস ৪টি, অর্শ্বদ্বীপ সিং ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post