বিয়ানীবাজারে শুরু হচ্ছে রাজকীয় ক্রিকেট লিগ!

0
231

নিজস্ব প্রতিবেদক: বিয়ানীবাজারের ক্রিকেট ইতিহাসে হয়তো এমনটা আর আগে কখনো হয়নি। সিলেট থেকেতো নয়, ঢাকা থেকে আনা হচ্ছে বিশ্বমানের পিচ কিউরেটর। বিয়ানীবাজারের মাঠে তৈরি করা হচ্ছে উন্নত মানের উইকেট, দু’মাস আগেই সংবাদ সম্মেলন করে শুরু হলো টুর্ণামেন্টের আনুষ্ঠানিকতা, যেখানে রঙিন পোশাকে সাদা বলে মাঠের লড়াইয়ে নামবে স্থা্নীয় ক্রিকেটাররা।

যেনো রাজকীয় ক্রিকেট টুর্ণামেন্ট। নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে। প্রায় মাস দুয়েক আগ থেকেই শুরু হলো আনুষ্টানিকতা। পেশাদরিত্বের মতই করা হলো সংবাদ সম্মলেন। এমন সব আয়োজন করেই আগামি বছরের শুরুতে শুরু হচ্ছে বিয়ানীবাজার ক্রিকেট লিগ (বিসিএল)।

টুর্ণামেন্টে অংশ গ্রহণকারী ১২টি দলের সবাইকে দেওয়া হবে রঙিন জার্সি। লিগ পদ্ধতিতে হবে মাঠের লড়াই। চ্যাম্পিয়ন দল পাবে অর্ধলাখ টাকার প্রাইজমানি। রানার্সআপ দল পাবে ৩০ হাজার টাকার প্রাইজমানি। টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়,  উদীয়মান খোলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার সহ থাকবে নানা পুরস্কার। প্রতি ম্যাচে ম্যাচ সেরাদের জন্য থাকবে প্রাইজমানি।

৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্ণামেন্টে বিয়ানীবাজার উপজেলার ১২টি দলের অংশগ্রহন করবে। অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে- বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার, স্বাধীন বাংলা ক্রিকেট একাদশ বিয়ানীবাজার, নবদূত ক্রীড়া চক্র বিয়ানীবাজার, এরাইভেলস স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার, রয়েলস ক্লাব বিয়ানীবাজার ০০৭, সুপাতলা-নিদনপুর ইয়ূথ এসোসিয়েশন, ফতেহপুর ক্রিকেট একাদশ, জলঢুপ ক্রিকেট একাদশ, বসুন্ধরা ক্রিকেট ক্লাব খাসা, নর্থ সাউথ স্পোর্টিং ক্লাব আস্টসাঙ্গন, জয়বাংলা স্পোর্টিং ক্লাব কসবা এবং ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব।

বিয়ানীবাজার ক্রিকেট এসোসিয়েশনের সহযোগিতায়, রয়েলস ক্লাব বিয়ানীবাজার ০০৭ এর উদ্যােগে আয়োজিত হচ্ছে টুর্ণামেন্টটি। এর উদ্যোক্তারা হলেন তিন পরিচালক প্রবাসী সাবেক ক্রিকেটার খালেদ আহমেদ ডালিম, এমদাদ আহমেদ সুবেল, মখলিছুর রহমান চোটন। টুর্ণামেন্ট আয়োজক কমিটির চেয়ারম্যান জুনেদ খান।

জুনেদ খান এসএনপিস্পোর্টসকে বলেন, বিয়ানীবাজারের ক্রিকেটের ইতিহাসে এমন ঝাকজমকপূর্ণ ক্রিকেট টুর্ণামেন্ট কখনো হয়নি। আমরা এবার এই বৃহত্তর টুর্ণামেন্টটি আয়োজনের উদ্যােগ নিয়েছি, সবার সহযোগিতা চাই।

গত মঙ্গলবার টুর্ণামেন্ট উপলক্ষ্যে আয়োজকরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলনে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার আসাজুদ্দাজামান, ইসলাম উদ্দিন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্ণামেন্টে আয়োজক কমিটির চেয়ারম্যান জুনেদ খান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here