বীর কন্যারা দেশে ফিরছে আজ দুপুরে, বরণের অপেক্ষায় ঢাকা

    0
    96

    নিজস্ব প্রতিবেদক:: হাতে দক্ষিন এশিয়ার সেরা হওয়ার ট্রফি নিয়ে, বীরে বেশে আজ দুপুরে দেশে ফিরছে বাংলার মেয়েরা। ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান আর সবশেষ ফাইনালে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হওয়া সাবিনা, কৃষ্ণারা দুপুরে পৌঁছাবে ঢাকায়।

    চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নিতে ইতিমধ্যে সব প্রস্তুুতি নিয়েছে ফেডারেশন ও সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিমানবন্দরে স্বাগত জানাবেন সাফ জয়ী মেয়েদের। ছাদখোলা বাসে ঢাকা শহর ঘুরিয়ে বীর কন্যারা ফিরবে হোম অব ফুটবলে।

    ঢাকা আজ প্রস্তুুত সাফ জয়ী মেয়েদের বরণ করে নিতে। সকাল হতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মুখী হবেন ফুটবল প্রেমীরা। ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন মেয়েদেরকে নিয়ে বিজয় করে ঢাকা ঘুরে ফুটবলের কর্তারা ফিরবেন ফেডারেশনে।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলের হোমে সাফ জয়ী মেয়েদের বরণ করে নেবেন। ফেডারেশনে থাকা অবস্থায় একটি শিরোপার দেখার স্বপ্ন ছিলো সাবেক এই ফুটবলারের। ছেলেরা পারেননি, তবে মেয়েরা সভাপতির সেই স্বপ্ন পূরণ করেছে।

    দীর্ঘ ১৯ বছর ধরে বাংলার ফুটবল জিততে পারেনি কোনো শিরোপা। ২০০৩ সালে সাফে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ দল। এরপর কেটে গেছে বহু দিন। উন্নতি বদলে পেছনে পথে হেটেছে বাংলাদেশের ফুটবল। ছেলেদের জৌলস হারানোর মিছিলে যোগ দেয়নি মেরে। লাল-সবুজ ফুটবলের জৌলসটা ধরে রাখার চেষ্টায় ছিলো এই মেয়েরা। বয়স ভিত্তিক ফুটবল পেরিয়ে জাতীয় দলের ফুটবলেও তারা সাফল্যের ধারাবাহিকতা রাখলো।

    সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল। এর আগে ২০১৬ সালে ফাইনালে ভারতের কাছে পরাস্ত হয়ে ভেস্তে যায় শিরোপার স্বপ্ন। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ সেই ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here