স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে বাহরাইনের বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে আসর শুরু করে বাংলাদেশ দল। তবে হারলেও, ভালো ফুটবল উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছে জামাল ভূঁইয়ারা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।
যেখানে তাদের প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের ১৩৪ নম্বরে থাকা তুর্কমেনিস্তান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বুকেট জলিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকাল ৩.১৫টায়।
নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে যে একাদশ নিয়ে শুরুতে মাঠে নেমেছিল বাংলাদেশ, আজও একই একাদশ নামিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। কোনো পরিবর্তন না এনে, তাদের ওপরই আস্থা রেখেছেন তিনি।
এই ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ অনেকটা পিছিয়ে থাকা দল। তবে আশার কথা তুর্কমেনিস্তানও হার দিয়ে শুরু করেছে আসর। স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্ব শুরু করেছে দলটি। তাই মানসিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে তারাও।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেইন ও সাজ্জাদ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা