‘বুড়ো’ অধিনায়ক হওয়ায় হাস্যরসের শিকার হয়েছিলেন তাহির

0
228

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পাঁচবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। সোমবার সকালে অবশেষে সে গেরো খুলতে পেরেছে দলটি। ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সকে উড়িয়ে ২০২৩ এর সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা।

সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানদের নিয়ে গড়া নাইট রাইডার্স ফাইনালে আগে ব্যাট করে মাত্র ৯৪ রানের পুঁজি পায়। সেই রান তাড়া করতে নেমে সিয়াম আয়ুবের ফিফটিতে ৯ উইকেটের বড় জয় পায় গায়ানা। সিপিএলে এটিই তাদের প্রথম শিরোপা। তাও ৫ ফাইনাল হারের পর।

গায়ানাকে শিরোপা জেতান ৪৪ বছর বয়সী অধিনায়ক ইমরান তাহির। অথচ তাঁকে এবার দায়িত্ব দেওয়ার সময় হাস্যরসের শিকারও হতে হয়েছে। ফাইনাল জেতার পর তাহির নিজেই বলেছেন এই কথা। তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় আসার আগে সবাই আমাকে নিয়ে মজা করছিল যে আমি অধিনায়ক হয়েছি। আমার মনে হয়, সেগুলো আমাকে উজ্জীবিত করেছে। এর ফলে তাদেরকে আসলে ধন্যবাদই জানাতে চাই।’

গায়ানা স্টেডিয়ামে ৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সিয়াম আয়ুবের ৫২ আর শাই হোপের ৩২ গায়ানাকে এনে দেয় ৯ উইকেটের সহজ জয়। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ২৬ রানে ৪ উইকেট নেওয়া ডোয়াইন প্রিটোরিয়াস। ম্যান অব দ্য সিরিজ গায়ানার শাই হোপ। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার (৪৮১ রান) ছিলেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here