‘বুড়ো’ গোলদাতা হিসেবে লেভানডফস্কির রেকর্ড

0
79

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বার্সেলোনার বড় জয়। নিজেদের প্রথম ম্যাচেই তারা বড় ব্যবধানে হারিয়েছে বেলজিয়ান ক্লাব আন্তওয়ের্প এফসিকে। কাতালানদের জয় ৫-০ গোলে। অলিম্পিক লুইজ স্টেডিয়ামে ১৯ মিনিটের মাথায় ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল পায় তারা। প্রথম গোলদাতা জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে গোল করেন স্ট্রাইকার রবার্ত লেভানডফস্কি।

এই গোলে রেকর্ড গড়েছেন লেভা। বার্সার হয়ে সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোল করা ফুটবলার এখন তিনি। ম্যাচের ১৯ মিনিটে দলের দ্বিতীয় গোলের সময় এই পোলিশ স্ট্রাইকারের বয়স ৩৫ বছর ২৯ দিন ছিল। আগের রেকর্ডটি ছিল সাবেক স্পেন ডিফেন্ডার জেরার্ড পিকে। ২০২১ সালে ৩৪ বছর ২৬০ দিন বয়সে দিনামো কিয়েভের বিপক্ষে গোল করেছিলেন পিকে।

তিন মিনিট যেতে না যেতে আন্তওয়ের্পের জালে আবার গোল, এবার অবশ্য নিজেদের ভুলেই গোল হজম করে তারা। জেলে বাটাইলে ভুলে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশ ক্লাবটি। বিরতি থেকে ফেরার ৯ মিনিটের মাথায় ব্যবধান ৪-০ করেন স্প্যানিশ ফুটবলার গাভি। তাকে গোলে সহায়তা করেন লেভা। ফেলিক্স জোড়া গোল পূর্ণ করেন ম্যাচের ৬৬ মিনিটে। এবার অ্যাসিস্ট করেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here