স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ অভিযানে ঠিকই অভিজ্ঞদের ওপর ভরসা রাখলেন ব্রাজিল কোচ তিতে। দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ দানি আলভেজ। যদিও সবশেষ গত সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচের দলে ছিলেন না সাবেক এই বার্সেলোনা ডিফেন্ডার।
৩৯ বছর বয়সী আলভেজে কেন ভরসা করলেন তিতে? এমন প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ জানান, আলভেজ তার দলের আর্টিকুলেটর। যিনি ভালো আইডিয়া দিতে পারেন। তিনি দলে থাকলে কৌশলগত দিক থেকে সুবিধা পাবে ব্রাজিল।
আলভেজের জায়গা পাওয়া প্রসঙ্গে তিতে বলেন, ‘একজন সংগঠক, বুদ্ধিদাতা হিসেবে সে (আলভেজ) দলে যে টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয় যোগ করতে পারে তা অসাধারণ। সে ৬০-৭০ মিটারের খেলোয়াড় নয় এটা ঠিক, কিন্তু তার অন্য গুনাবলী আছে। যে কারণে মানসিক ও শারীরিক বিষয়ের পাশাপাশি টেকটিকের দিক থেকে সে এগিয়ে।’
আগামী ১৪ নভেম্বর তুরিনের ক্যাম্পে যোগ দেবে ব্রাজিল দল। সেখানে পাঁচ দিনের অনুশীলন শেষে ১৯ নভেম্বর দোহায় যাবে তারা। আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরেস (ম্যানচেস্টার সিটি),ওয়েভারটন (পালমেইরাস)
রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেজ (পুমাস), অ্যালেক্স তেয়াস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), ব্রেমার (জুভেন্টাস)।
মধ্যমাঠ: কার্লোস ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম), এভারটন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।
আক্রমণভাগ: নেইমার জুনিয়র (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম হটস্পার্স), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০