বুন্দেসলিগায় অভিষেকে গোল পেলেন কেইন

0
50

স্পোর্টস ডেস্কঃ টটেনহাম লিজেন্ড হ্যারি কেইন নতুন মৌসুমে পাড়ি জমিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। গত রাতে জার্মানির শীর্ষ লিগে অভিষেকও হয়েছে এই ইংলিশ তারকার। লিগে অভিষেকে উজ্জ্বল এই ফরোয়ার্ড। গোল পেয়েছেন তিনি। অবদান রেখেছেন আরেকটি গোলে। তাতে বায়ার্ন ম্যাচ জিতেছে ওয়ের্দার ব্রেমের বিপক্ষে ৪-০ গোলে।

টটেনহামে ২০১১ সাল থেকে খেলেছেন কেইন। সব প্রতিযোগীতা মিলিয়ে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ২১৩টি গোল রয়েছে তাঁর নামের পাশে। প্রিমিয়ার লিগের তিন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন। এবারের মৌসুম শুরুর আগে বায়ার্নে নাম লেখান তিনি রেকর্ড ১০ কোটি ইউরোতে।

গত রাতে লিগে অভিষেকে ম্যাচের ৪ মিনিটেই গোলে সহায়তা করেন কেইন। তাঁর পাস ধরে এগিয়ে গিয়ে গোল করেন লেরয় সানে। এদিন ম্যাচে জোড়া গোল করেন এই ফুটবলার। আর ম্যাচের ৭৪ মিনিটে আলফানসো ডেভিসের কাছ থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ইংলিশ স্ট্রাইকার কেইন।

এদিকে ইতিহাসের দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে বুন্দেসলিগা অভিষেকেই গোল করলেন কেইন। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন হফেনহেইমের হয়ে রেইস নেলসন। পেশাদার ফুটবলে ১৪ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে এই প্রথমবার ইংল্যান্ডের বাইরের লিগে খেলছেন কেইন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here