স্পোর্টস ডেস্কঃ ৬ দিন আগে জার্মান সুপার কাপে ঘুরে দাঁড়ানোর আরেকটি রেকর্ড গড়ে বায়ার লেভারকুসেন। গত মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা অনেকবার এই কীর্তি গড়ে দেখিয়েছে। কোচ জাবি আলোন্সোর অধীনে ‘প্রত্যাবর্তনের গল্প’ এবারের লিগেও দেখাল বর্তমান চ্যাম্পিয়নরা। বুন্দেসলিগার নতুন মৌসুমে দারুণ এক জয়ে শুরু করেছে লেভারকুসেন।
গতরাতে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। প্রতিপক্ষের মাঠে গ্রেনিত সাকা ও ফ্লোরিয়ান ভিরৎজর গোলে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছিল লেভারকুসেন। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে ২-২ গোলে সমতায় ফেরে মনশেনগ্লাডবাখ। যোগ করা সময় দেওয়া হয় ১০ মিনিট। ম্যাচের উত্তেজনার পারদ তখন চরমে। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় লেভারকুসেন। সেখানেও আরেকদফা নাটক। ১০১ মিনিটে নেওয়া ভিরৎজর পেনাল্টি ঠেকিয়ে দেন মনশেনগ্লাডবাখ গোলকিপার জোনাস ওমলিন। তবে ফিরতি বল পেয়ে গোল করে স্বাগতিক ম’গ্লাডবাখ সমর্থকদের স্তব্ধ করে দেন ভিরৎজ। ৩-২ গোলের স্বস্তির জয়ে পূর্ণাঙ্গ ৩ পয়েন্ট নিয়েই লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করল লেভারকুসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০