স্পোর্টস ডেস্কঃ নতুন করে ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বোলারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে যশপ্রীত বুমরাহর। এক সপ্তাহের ব্যবধানে ফের শীর্ষে ওঠে এলেন ট্রেন্ট বোল্ট। এদিকে রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজের।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে ৬ উইকেট শিকার করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠে আসেন বুমরাহ। তবে এক সপ্তাহের ব্যবধানে নেমে গেছেন দুইয়ে। যে বোল্টকে পেছনে ফেলেছেন, সেই বোল্টই ওঠেছেন শীর্ষে।
মূলত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেছেন, সেখানে দুই উইকেটও পেয়েছেন। তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে ছিলেন। আর এতে করেই, অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। আর দুই নম্বরে নেমে যাওয়া বুমরাহর বর্তমান রেটিং পয়েন্ট ৭০৩।
এদিকে আগের অবস্থানেই আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ৬৭২ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান তার। যদিও একই অবস্থান থাকলেও, রেটিং পয়েন্ট কমেছে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৬৭৫ রেটিং পয়েন্ট ছিল। তবে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থান মিরাজেরই।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় বোলার
১। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৭০৪ রেটিং পয়েন্ট
২। যশপ্রীত বুমরাহ (ভারত)- ৭০৩ রেটিং পয়েন্ট
৩। শাহীন আফ্রিদি (পাকিস্তান)- ৬৮১ রেটিং পয়েন্ট
৪। জশ হ্যাজলেউড (অস্ট্রেলিয়া)- ৬৭৯ রেটিং পয়েন্ট
৫। মুজিব-উর-রহমান (আফগানিস্তান)- ৬৭৬ রেটিং পয়েন্ট
৬। মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)- ৬৭২ রেটিং পয়েন্ট
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা