নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা স্টেডিয়ামের বেহাল দশা। দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে স্থাপনার অবস্থা বেশ নাজুক! এদিকে আউটফিল্ডের অবস্থাও বেশ শোচনীয়, যেন ধানক্ষেতের জন্য প্রস্তুত করা জমি। ড্রেসিং রুমের চেয়ার বেশিরভাগ নষ্ট, বাথরুমের দরজা পর্যন্ত নেই। এত এত সমস্যায় জর্জরিত স্টেডিয়ামে তাই ব্যাহত হচ্ছে স্থানীয় খেলোয়াড়দের অনুশীলন।
মঙ্গলবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই মাঠের বর্তমান চিত্র পরিদর্শন শেষে তিনি জানান, সিলেট জেলা স্টেডিয়ামের সাথে তার অনেক পুরোনো সম্পর্ক। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং ঘরোয়া ক্রিকেট খেলার স্মৃতিচারণ করেন।মাঠ সংস্কারের ব্যাপারে তিনি জানান, জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে থাকা এই মাঠটির সংস্কারের জন্য তারা কিছু প্রস্তাব পেয়েছেন।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বুলবুল বলেন, ‘এটাই মূল মাঠ ছিল একসময়। এখন সিলেটে দুইটা আন্তর্জাতিক ভেন্যু হয়েছে। আমি নিজেও এখানে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলেছি ঘরোয়া ক্রিকেট অনেক খেলেছি। এই মাঠটার সাথে আমাদের সম্পর্ক অনেক পুরানো। যেহেতু এটা ফুটবলের সাথেও শেয়ার করা হয়, জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে এটা এখন আছে। আমরা কিছু প্রস্তাব পেয়েছি এটা সংস্কার করার। চেষ্টা করব যত দ্রুত সম্ভব করা যায়।’
বুলবুল আরও বলেন, ‘সিলেটে আরো দুইটা ক্রিকেট মাঠ আছে। কিন্তু এখন ক্রিকেট খেলার পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সিলেটে আঞ্চলিক ক্রিকেট শুরু করব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী ও অনুশীলনের উপযোগী করব। পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব, ইনশাআল্লাহ। যখন ক্রিকেট খেলা হবে যতটা সম্ভব ক্রিকেটের মত উপযোগী করার চেষ্টা করব যাতে ভালো প্রতিযোগিতামূলক খেলা হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০