বৃথা গেলো মঈনের ফিফটি, রিজওয়ানের ব্যাটে এবার লিড নিলো পাকিস্তান

0
50

স্পোর্টস ডেস্ক:: ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ানের ফিফটি আর বল হাতে বোলারদের দারুণ নৈপুণ্যে সফরকারী ইং‌ল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজে এবার লিড নিলো স্বাগতিক পাকিস্তান। সাত ম্যাচের টি-২০ সিরিজে বাবর আজমের দল এখন এগিয়ে গেছে ৩-২ ব্যবধানে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করা পাকিস্তান রিজওয়ানের ব্যাটে ১৪৫ রানে অলআউট হয়। জবাবে খেলতে নামা ইংল্যান্ড ১৩৯ রান তুলতে সমর্থ হয় নির্ধারিত ওভারে।

১৪৬ রানের টার্গেটে খেলতে নামা ইংলিশরা পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে কখনো রানের চাকা সচল করতে পারেনি। ব্যাট হাতে এক প্রান্ত আগলে রাখলেও হাফ সেঞ্চুরিয়ান মঈন আলী দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে থামে ইংল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৫১ রান করে অপরাজি থাকেন অধিনায়ক মঈন আলী। ৩৭ বলের ইনিংসে দু’টি চার ও চারটি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন স্যাম কুরান। ১০ রান করে আসে ডেভিড উইলি ও বেন ডকেটের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।

পাকিস্তানের হয়ে হারিস রউফ সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।

টস হেরে আগে ব্যাট করতে নামা স্বাগতিক পাকিস্তান রিজওয়ানের ফিফটিতে ১৯ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৫ রান তুলতে সমর্থ হয়। তিন ছয় ও দুই চারে ৪৬ বলে ৬৩ রান করেন এই হাফ সেঞ্চুরিয়ান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন ইফতিখার আহমদ। ১০ রান করেন জামাল। এক অঙ্কের ঘর পেরুতে পারেননি অন্য কেউ।

ইংল্যান্ডের হয়ে মার্কউড ৩টি, ডেভিড উইলী ও স্যাম কুরান ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here