স্পোর্টস ডেস্ক:: অল্পের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়লেন নিকোলাস পুরান। অধিনায়কের সেঞ্চুরি মিসের দিনে কাইল মায়ার্সের সেঞ্চুরি ও শাই হোপের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পরও সিরিজ জিততে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। মার্টিন গাপটিল, টম লাথাম, ডেভন কনওয়ে আর ডেরিল মিচেলের হাফ সেঞ্চুরিতে শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো নিউজিল্যান্ড।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়। দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডে ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে যায়। সিরিজ জেতার লক্ষ্যে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৩০১ রানের বড় সংগ্রহ করে। জবাবে খেলতে নামা নিউজিল্যান্ড ৫ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে।
৩০২ রানের বড় টার্গেটে খেলতে নামা নিউজিল্যান্ড ৪৭.১ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে চার ব্যাটারের হাফ সেঞ্চুরিতে। ম্যাচ সেরা হওয়া অধিনায়ক টম লাথাম ওপেনার মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে ও ডেরিল মিচেলের হাফ সেঞ্চুরিতে সিরিজ জয় করে কিউরা।
বড় লক্ষ্যে খেলা কিউ অধিনায়ক টম লাথাম ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করেছেন। তার ৭৫ বলের ইনিংসে ছয়টি চারের মার ছিলো। ওপেনার মার্টিন গাপটিল করেছেন ৫৭ রান। ৬৪ বলের ইনিংসে তিনি পাঁচ চার ও এক ছক্কা হাঁকিয়েছেন। ছয় চারে ৬৩ বলে ৫৬ রান করেছেন ডেভন কনওয়ে। ৬৩ রান এসেছে ডেরিল মিচেলের ব্যাট থেকে। ৪৯ বলে ছয় চার ও এক ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। ৩৪ রানে জিমি নিশাম ও ১৪ রানে ব্রেসওয়েল অপরাজিত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রেইগ ও হোল্ডার ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ কাইল মায়ার্সের সেঞ্চুরি, নিকোলাস পুরানের সেঞ্চুরি মিসের আক্ষেপে ৮ উইকেটে ৩০১ রান তুলতে সমর্থ হয়। উইন্ডিজদের হয়ে মাত্র তিন ব্যাটার লড়াই করেছেন। একজন শতক হাঁকিয়েছেন, দু’জন অর্ধশতক।
ব্যাট হাতে লড়াই করা কাইল মায়ার্স সেঞ্চুরি করেছেন। বার চার ও তিন ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিরে তিনি ১০৫ রান করেছেন ১১০ বলে। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করা নিকোলাস পুরান মাত্র ৫৫ বলে ৯১ রানের ‘বিস্ফোরক’ ইনিংস খেলেছেন। তার চারটি চারের ইনিংসে নয়টি ছয়ের মারছিলো। তিন চার ও এক ছক্কায় ওপেনার শাই হোপ ১০০ বলে করেছেন ৫১ রান।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ড ৩টি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০