নিজস্ব প্রতিবেদকঃ এনামুল হক বিজয় ও করিম জানাতের ব্যাটে বিপিএলে জয়ে ফিরল ফরচুন বরিশাল। শুক্রবার সাকিব আল হাসানের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ জিতেছে ৩ উকেটের ব্যবধানে। ২৭ বলে দারুণ এক ফিফটি করেছেন ওপেনার এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত তিনি খেলেন ৫০ বলে ৭৮ রানের ইনিংস। করিম করেন ১২ বলে ৩১। তাতে ৪ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় সাকিবরা। এ জয়ে সিলেট স্টাইকার্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৮ রান করে চট্টগ্রাম। রান তাড়ায় চট্টগ্রামের স্পিনার নিহাদুজ্জামানের স্পিন ভেল্কিতে বিপাকে পড়ে বরিশাল। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেছেন বিজয়। শেষ দিকে ঝড়ো ইনিংস খেলেন বরিশালের করিম। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। নিহাদ ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৭। উইকেট নিয়েছেন সাকিব, মাহমুদউল্লাহ, চতুরঙ্গ ডি সিলভা ও ইফতিখার আহমেদের। তবে বাঁহাতি এই বোলারের দ্যুতিময় স্পেলের পরও হারতে হয়েছে শুভাগত হোম-আফিফ হোসেনদের চট্টগ্রামকে।
রান তাড়ায় বরিশালের ওপেনার সাইফ হাসান ১০ রান করে ফেরেন। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাকিব। আউট হয়েছেন মাত্র ২ রানে। পরের বলে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদও। ডি সিলভাকে ৩ রানের বেশি করতে দেননি নিহাদ। এরপর বিজয় ও ইফতিখার মিলে ৩২ রান যোগ করেন। বিজয় আউট হয়েছেন ৫০ বলে ৭৮ রানে। দারুণ ছন্দে থাকা ইফতিখার ১৩ রান করে বিদায় নেন। তিন চার ও দুই ছক্কায় মাত্র ১২ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন করিম।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৬৮ রান করে চট্টগ্রাম। আফিফ হোসেন ও কুর্টিস ক্যাম্ফারের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় তারা। ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন আফিফ। ক্যাম্ফারের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৫ রান। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ রান করেন তিনি। ইরফান শুকুর ১৯ বলে করেন ২০ রান। বরিশালের অধিনায়ক সাকিব ৩ ওভারে ৩৫ রান খরচ করেন। কোনো উইকেট শিকার করতে পারেন নি বাঁহাতি এই স্পিনার। ২টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post