স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ব্যাট করেও দলকে জেতাতে পারলেন মোহাম্মদ হারিস ও বাবর আজমরা। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমিকে ৪ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স।
গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করা পেশোয়ার হারিস-বাবারদের ব্যাটে চড়ে ১৭১ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা লাহোর মির্জা বেগের ফিফটিতে ৪ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পেশোয়ারের অধিনায়ক বাবর আজম। সিয়াম আয়ুবকে নিয়ে ইনিংস উদ্বোধন করেন অধিনায়ক নিজে। ১৫ রান স্থায়ী হয় তাদের উদ্বোধনী জুটি। ৫ বলে দুই চারে ৯ রানে সাজঘরে ফিরেন সিয়াম আয়ুব। দ্বিতীয় উইকেটে বাবর-হারিস ৮৯ রানের জুটি গড়েন।
ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন হারিস। ৫৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ২ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক বাবর আজম। ৩৬ বলের ইনিংসে সাত চার হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ২৫ রানে অপরাজিত ছিলেন ভানুকা রাজাপাকসে। তাতে ৫ উইকেটে ১৭১ রানে থামে দলটি।
লাহোরের হয়ে রশিদ খান ও জামান খান ২টি করে উইকেট লাভ করেন।
১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নামা লাহোর মির্জা বেগের ফিফটিতে ১৮.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। হাফ সেঞ্চুরিয়ান মির্জা ৪২ বলে ৫২ রান করেন। সাত চার ও ২ ছক্কায় সাজান নিজের ম্যাচজয়ী ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন স্যাম বিলিংস। ২৩ রান করেন সিকান্দার রাজা। ১২ রানে অধিনায়ক শাহীন আফ্রিদী ও ৯ রানে ডেভিড উইস অপরাজিত ছিলেন।
পেশোয়ারের হয়ে আজমতুল্লাহ ওমরজাই ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post