নিজস্ব প্রতিবেদকঃঃ এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে আসল রূপ দেখালেন সাব্বির রহমান। বৃহস্পতিবার সিলেটে চিটাগং কিংসের বিপক্ষে এক এক করে ৯টি ছক্কা হাঁকালেন তিনি। সঙ্গে চার মারলেন ৩টি। সাব্বিরের দল ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানের পুঁজি পায়। সেই রান মাত্র ৩ উইকেট হারিয়েছে ছুঁয়ে ফেলে চিটাগং। উসমান খানের ফিফটির পর শেষদিকে দলকে জয় এনে দেন শামীম পাটোয়ারী। ৭ উইকেটে ম্যাচ জেতে চিটাগং।
আগে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারানোর পর তানজীদ হাসান তামিম এক প্রান্তে আগলে রেখে খেলতে থাকেন। ৪৮ বলে ৫৪ রান করেন তিনি। সাব্বিরের সঙ্গে ৩৫ বলে ৬৩ রানের জুটি ম্যাচের গতিপথ বাতলে দেয়। শেষ দিকে ফরমানুল্লাহর সঙ্গে জুটিতে আসে ১৭ বলে ৩০ রান। ফরমানুল্লাহ ৯ বলে ১০ রানে অপরাজিত ছিলেন। ইংলিশ তারকা ব্যাটার জেসন রয় আউট হন মাত্র ১ রানে। মাঝে স্টিফেন এসকিনাজি ৫ ও শাহাদাত হোসেন আউট হন ৯ রানে। সাব্বির অপরাজিত থাকেন ৩৩ বলে ৮২ রানে। ৯ ছক্কার সাথে ৩ চার হাঁকান তিনি। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন খালেদ আহমেদ।
জবাব দিতে নেমে চিটাগং মাত্র ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান তুলে নেয়। উসমান ৩৭ বলে ৫৫ রান করেন, আর গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে আসে ৩৯ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলেন এবং অপরাজিত থাকেন। তরুণ ব্যাটার শামীম হোসেন ১৪ বলে ৩০ রান করে ম্যাচ শেষ করে আসেন। ঢাকার বোলিং ছিল হতাশাজনক। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১ উইকেট পেলেও ২৩ রান দেন। বাকিরা উইকেট শিকার করতে ব্যর্থ হন, ফলে সহজেই জয় পেয়ে যায় চিটাগং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০