স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনাকে প্রায় সাড়ে তিন দশক পর জিতিয়েছেন স্বপ্নের বিশ্বকাপ। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি জীবনের সেরা সময় পার করেছেন গত ডিসেম্বরে।
সেই স্কালোনি আবারো আলোচনায়। এবার এক বৃদ্ধার পায়ের জুতার ফিতা বেঁধে প্রশংসায় ভাসছেন তিনি। আর্জেন্টাইন এই বিশ্বকাপ জয়ী কোচ তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন। তবে তার জীবনে কোনো পরিবর্তন ঘটেনি। সাদামাটা আগের চলাফেরাই আছে এই কোচের।
পরউপকারী স্কালোনিকে এবার একজন বৃদ্ধার পায়ের জুতার ফিতা বেঁধে দিতে দেখা গেছে। এমন কাজের পর প্রশংসায় ভাসছেন তিনি। নেটিজেনরা প্রশংসা করছেন বিশ্বকাপ জয়ী কোচের এমন মহানুভব কাজের।
নিজ শহর থেকে বিমানে চড়ে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে শাটল বাসে উঠে ছিলেন। সেই বাসে এক বৃদ্ধ দম্পতি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, স্কালোনি ওই বৃদ্ধার পায়ের জুতার ফিতে বেঁধে দিচ্ছেন।
দেশটির গণমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ স্কালোনির সঙ্গে ওই বৃদ্ধার কথোপকথন প্রকাশ করেছে। স্কালোনি ওই বৃদ্ধাকে বলেন, ‘অপেক্ষা করুন, আমি আপনার জুতার ফিতা বেঁধে দিচ্ছি। ‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০