স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগ পর্বের শেষ দিনে এসেও ছড়ালো রোমাঞ্চ। লিগ পর্বে রাজস্থান রয়্যালসকে টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে কোয়ালিফায়ার নিশ্চিত করল সানরাইজার্স হায়দ্রাবাদ। আর তিনে নেমে গিয়ে এখন প্লে-অফে এলিমিনেটর ম্যাচ খেলতে হবে রাজস্থানকে।
রোববার আইপিএলের ডাবল-হেডারে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংস। সেই ম্যাচ ৪ উইকেটে জিতে নিজেদের কাজটা সেরে ফেলে হায়দ্রাবাদ। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে যায় প্যাট কামিন্সের দল। হায়দ্রাবাদকে টপকাতে হলে, দিনের দ্বিতীয় ম্যাচে রাতে রাজস্থানকে জিততে হতো কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
তবে সেই ম্যাচে জয় পাওয়া হয়নি রাজস্থানের। মূলত ম্যাচটিই আয়োজন করা সম্ভব হয়নি। আসামের গুয়াহাটিতে বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অনেক চেষ্টা করেও, কোনোভাবে আয়োজন করা সম্ভব হয়নি ম্যাচ। একটা সময় টসও হয়েছিল। তবে আবার বৃষ্টি নামায় খেলা মাঠে গড়ানো সম্ভব হয়। যার ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠে ছেড়েছে।
এই পয়েন্ট ভাগাভাগির ফলে রাজস্থানের ১৪ ম্যাচে পয়েন্ট দাঁড়ায় ১৭। সমান পয়েন্ট ছিল হায়দ্রাবাদেরও। তবে রান রেটের হিসেবে এগিয়ে থেকে দুই নম্বরে লিগ পর্ব শেষ করে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করে হায়দ্রাবাদ। আর পিছিয়ে পড়ায় তিনে নেমে যায় রাজস্থান। বৃষ্টিতে কপাল পুড়ে এলিমিনেটর খেলতে হবে এখন তাদেরকে।
১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে শীর্ষে আছে কলকাতা নাইট রাইডার্স। তাদের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২১ মে, মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলবে হায়দ্রাবাদ। যারাই জিতবে, চলে যাবে সরাসরি ফাইনালে। তবে হারলেও, সুযোগ থাকবে আরেকটি। ২৪ মে, শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে হেরে যাওয়া দল।
এদিকে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে একেবারে শেষ মূহুর্তে প্লে-অফ নিশ্চিত করা ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২২ মে, বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচ খেলবে রাজস্থান। যারা জিতবে তারা ২৪ মে, শুক্রবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। আর হেরে যাওয়া দল বিদায় নিবে আসর থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post