বৃষ্টিতে নিউজিল্যান্ডের কাছ থেকে পয়েন্ট পেলো আফগানিস্তান

0
89

স্পোর্টস ডেস্ক:: দিনের প্রথম ম্যাচের ফলাফল এলো বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচের ফলাফল আসাতো দূরের কথা, টসই হলো না। তাতে অবশ্য আফগানিস্তানেরই লাভ হয়েছে। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো অঘটন না ঘটলে তাদের জেতারই কথা নয়। বৃষ্টিতে উল্টো তারা পেয়ে গেলো এক পয়েন্ট।

নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। তাতে করে এক পয়েন্ট করে নিয়ে হোটেলে ফিরেছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে এক পয়েন্ট পেলো মাঠে না নেমেই।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে হারতে হয়েছে বৃষ্টি আইনে। ইংলিশদের ৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে আয়ারল্যান্ড। এইক ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচের কোনো বলই মাঠে গড়ালো না। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নিউজিল্যান্ড। এক পয়েন্ট নিয়ে আফগানরা আছে সবার তলানিতে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here