বৃষ্টিতে পণ্ড তৃতীয় ম্যাচ, আয়ারল্যান্ড-ভারত সিরিজ সেরা বুমরাহ

0
48

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ড ও ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। বুধবার ডাবলিনে বৃষ্টির বাগড়ায় টসই হতে পারেনি সিরিজের শেষ ম্যাচে। ফলে আগের দুই ম্যাচে জেতা ভারতের হাতে উঠল ট্রফি।

এর আগে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে দাপুটে ক্রিকেট উপহার দেয় নিয়মিতদের অনেককে ছাড়াই এই সিরিজে খেলা জাসপ্রিত বুমরাহ-তিলক ভার্মারা। বড় ব্যবধানে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।

ডাবলিনে আজ সিরিজের শেষ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। কিন্তু বৃষ্টির বাগড়ায় টসই করা সম্ভব হয়নি। রাত ১১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। লম্বা সময় ধরে চলা বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী করা যায় নি। তাতে ভেস্তে যায় ম্যাচ।

চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার সিরিজে দলকে নেতৃত্ব দেন পেসার বুমরাহ। দুই ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.৮৭ করে রান দিয়ে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনিই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here