নিজস্ব প্রতিবেদকঃ গতরাত থেকে চট্টগ্রামের আকাশ থেকে ঝরছে বৃষ্টি। এবার হানা দিল বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডেতে। বিকেলে ৩-২০ ঘটিকায় ম্যাচের বয়স যখন ১৫.১ ওভার তখন আম্পায়াররা বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণা দেন। মাঠকর্মীরা উইকেট ঢেকে দিয়েছেন ইতোমধ্যে।
বৃষ্টির জন্য খেলা বন্ধের আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। দুজনের জুটি ১৮ বলে ১২ রান। এর আগে স্বাগতিকদের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফজলহক ফারুকীর করা সপ্তম ওভারের পঞ্চম বলে ডিপ থার্ড ম্যান অঞ্চলে খোঁচা মেরে খেলার চেষ্টা করেছিলেন তামিম। তবে ব্যাটে-বলে ভালো সংযোগ করতে না পারায় ব্যাটার কানায় লেগে উইকেটের পেছনে থাকা রহমানউল্লাহ গুরবাজের হাতে ক্যাচ চলে যায়। সহজ ক্যাচ নিতে ভুল করেননি গুরবাজ।
এতে করে বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৩০ রানের মাথায়। অধিনায়ক তামিম ২১ বল খেলে দুই বাউন্ডারিতে ১৩ রান করেই প্যাভিলিয়নে ফিরেছেন। এই নিয়ে চার বারের দেখায়, চার বারই ফজলহক ফারুকীর শিকারে পরিণত হয়েছেন তামিম। গত বছর এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই টানা তিন ম্যাচে এই আফগান পেসারের বলে আউট হয়েছেন তামিম।
তামিমের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেন নি লিটন। মুজিব উর রহমানের খাটো লেংথের বলে তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রহমান শাহর হাতে ক্যাচ দিয়েছেন তিনি। রহমতকে নড়াচড়াও করতে হয়নি। ৩৫ বলে ২৬ রানে ফিরলেন লিটন। ২ চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। লিটনের বিদায়ের পরের ওভারেই ফিরেন শান্ত।
মোহাম্মদ নবির প্রথম বলেই সুইপ করে গিয়ে শান্ত ডেকে আনেন নিজের বিপদ। লেগ স্টাম্পে থাকা বল হাঁটু নামিয়ে সুইপ করতে যান তিনি। বল তাঁর ব্যাটের ওপরের কানায় লেগে সহজ ক্যাচ যায় শর্ট ফাইন লেগে। ১৬ বলে ১২ রান করে আউট শান্ত। এরপর সাকিব-হৃদয়ের ১২ রানের জুটি গড়তেই হানা দেয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ ধরেই কালো মেঘে ছেয়ে গিয়েছিল আকাশ। চারপাশ কালো হয়ে যায় অনেকটাই। জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাড লাইট। এক পর্যায়ে বৃষ্টি নামে গুঁড়ি গুঁড়ি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০