স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি বাঁধার মুখে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার। গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনালে যাওয়ার লড়াইয়ের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে সাড়ে ৭টায় হওয়ার কথা ছিল টস।
তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তীব্র ঝড় আর বৃষ্টিতে ম্যাচ শুরু তো দূর, টস পর্যন্ত হয়নি। যদিও আশার খবর। বৃষ্টি নেই এখন। আকাশ অনেকটাই পরিষ্কার। মাঠ খেলার জন্য উপযুক্ত করা হচ্ছে। নির্ধারণ করা হয়েছে, ম্যাচ শুরুর সময় ও টসের সময়ও।
ম্যাচ অফিসিয়াল নির্ধারণ করেছেন স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে হবে টস। বাংলাদেশ সময়ে যা ৮ টা ১৫মিনিটে। আর ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ৮টায়। অর্থাৎ, বাংলাদেশি সময়ে সাড়ে ৮টায়।
ইতিমধ্যেই এই সময়কে মাথায় রেখে প্রস্তুত হচ্ছে দুই দল। দুই দলের খেলোয়াড়রা এরই মধ্যে মাঠে চলে এসেছেন। ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন তারা খেলা শুরুর আগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post