স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার ম্যাচটি রোববার শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত-পাকিস্তানের সেই ম্যাচ কতটুকু উত্তাপ আর রোমাঞ্চ ছড়াবে, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
কারণ বিশ্বের সর্বপ্রথম অস্থায়ী ক্রিকেট স্টেডিয়াম বানানো হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে। নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে একইসাথে ড্রপ-ইন পিচও ব্যবহার করা হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বানানো পিচ এনে বসানো হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। মাত্র পাঁচ মাসে তৈরি স্টেডিয়ামে সেই পিচ দিয়েই খেলা হচ্ছে। কিন্তু, এখন সেসব গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আইসিসির জন্য।
স্টেডিয়াম দেখতে দৃষ্টিনন্দন হলেও, ড্রপ-ইন পিচে রান হচ্ছে না একদমই। এছাড়াও আউটফিল্ডও স্লো, যাচ্ছেতাই অবস্থা! বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ১৬টি ম্যাচের মধ্যে ৮টি-ই হবে নিউ ইয়র্কের। ইতিমধ্যেই সেখানে হয়ে গেছে ৪টি ম্যাচ। তবে বড় রানের দেখা মিলছে না। তাই ড্রপ-ইন পিচ আর আউটফিল্ডের কারণে খেলা কতটা জমবে ৩৪ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে, সেই নিয়ে আছে সংশয়।
একইসাথে নতুন দুঃশ্চিন্তাও দেখা দিয়েছে এখন। বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ম্যাচের দিন নিউ ইয়র্কে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচ। আর আবহাওয়ার পূর্বাভাস বলছে স্থানীয় সময় সকাল ১১টা থেকে শুরু হবে ৫১ শতাংশ বৃষ্টি হতে পারে। অর্থাৎ, ম্যাচ শুরুর আধা ঘন্টার মধ্যেই দেখা যেতে পারে আকাশের কান্না। স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ। এরপর থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমে আসবে।
এই ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। তাই পুনরায় খেলা হওয়া সম্ভব নয়। আবার ম্যাচের দিন অতিরিক্ত সময় অপেক্ষা করাও সম্ভব নয়। যা কি-না নিশ্চিতভাবেই দুঃসংবাদ ক্রিকেট সমর্থকদের জন্য। সবচেয়ে বেশি দুঃসংবাদ পাকিস্তান দল ও ব্রডকাস্টারদের জন্য। কারণ এই ম্যাচকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা জড়িয়ে আছে ব্রডকাস্টারদের। আর পাকিস্তান দলের বিশ্বকাপে টিকে থাকার লড়াই জড়িয়ে। দলটি নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্র্যাতিশভাবে হেরে গিয়ে ব্যাকফুটে রয়েছে অনেকটা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post