স্পোর্টস ডেস্কঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে নেপার ম্যাচে বড় জয় দরকার ছিলো শ্রীলঙ্কার। কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশ করল বৃষ্টি। ফ্লোরিডার লডারহিলে নেপালের বিপক্ষে টস করার সুযোগই হয়নি তাদের। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় ‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার।
প্রথম দুই ম্যাচ হারা শ্রীলঙ্কার এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইটে ওঠার আশা প্রায় শেষ! তবে শ্রীলঙ্কার কপাল পুড়লেও দক্ষিণ আফ্রিকার জন্য এই ফলাফল বেশ আনন্দের। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পাচ্ছে একটি করে পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় লঙ্কানদের পয়েন্ট এখন স্রেফ এক। হাতে আছে আর এক ম্যাচ। অঙ্কের হিসেবে তারা টিকে থাকলেও বাস্তবে শ্রীলঙ্কার সুপার এইটে যাওয়া প্রায় অসম্ভব।
দক্ষিণ আফ্রিকা টানা তিন জয়ে সুপার এইট প্রায় নিশ্চিত করে ফেলেছিল আগেই। শ্রীলঙ্কা -নেপাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবেও সুপার এইটে এইডেন মার্করামের দল। প্রোটিয়ারা তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চূড়ায় আছে। ২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। শ্রেয়তর রান রেটে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে তারা। আর শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষে নেপাল।
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post