নিজস্ব প্রতিবেদক: সিলেটে অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বৃষ্টিরই জয় হয়েছে। বৃষ্টিতে পরিত্যাক্ত হলো সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ও মৌলভীবাজার অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলা।
ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়ে যাওয়াতে সরাসরি ফাইনালে চলে গেছে সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ মৌলভীবাজারকে এবার খেলতে হবে দ্বিতীয় সেমিফাইনাল।
কোয়ার্টার ফাইনালে পেরিয়ে আসা সুনামগঞ্জের বিপক্ষে এবার আরেকটি সুযোগ পাবে মৌলভীবাজার। সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ম্যাচে যারা জিতবে, সে দলই ফাইনাল খেলবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সকাল থেকেই বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি সিলেট-মৌলভীবাজারের ম্যাচটি। দিনবর অপেক্ষা শেষে দুপুর দেড়টায় ম্যাচের আম্পায়ার আশরাফ আরমান ও এটিম ইকবার ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন।
বৃষ্টিতে ম্যাচ পরিত্যাক্ত হয়ে যাওয়ায় পোয়াবারো হলে সিলেটের, কোন ঝুঁকি ছাড়াই সিলেট ফাইনাল নিশ্চিত করলো। আর কপাল পুড়েছে মৌলভীবাজারের। এবার ফাইনালের জন্য তাদেরকে লড়াই করতে হবে সুনামগঞ্জের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০