স্পোর্টস ডেস্কঃ ব্যাঙ্গালোরে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই আজ। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের পুঁজি ৪০১ রানের। কিউইদের ছুঁড়ে দেওয়া ৪০২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান।
ফখর জামানের ৬৩ বলের সেঞ্চুরির পর বৃষ্টি বাধায় বন্ধ হয় ম্যাচ। তবে বেশ কিচ্ছুক্ষণ পর বৃষ্টি থামে। আম্পায়াররা নির্ধারিত ওভার থেকে ৯ ওভার কর্তন করেন। তাতে নতুন লক্ষ্যে ব্যাট করতে নামবে পাকিস্তান। এখন ৪১ ওভারে এখন ৩৪২ করতে হবে পাকিস্তানকে। হাতে আছে ৯টি উইকেট। অর্থাৎ জয় পেতে ১৯.৩ ওভারে পাকিস্তানের প্রয়োজন আর ১৮২ রান।
ক্রিজে ফখর জামান ৬৯ বলে ১০৬ এবং বাবর ৫১ বলে ৪৭ রানে অপরাজিত আছেন। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় ৬.৫০ মিনিটে। এর আগে রেকর্ড রান তাড়ায় শুরুতেই শফিকের উইকেট হারায় পাকিস্তান। এরপরই অবশ্য দারুণ এক জুটি গড়েন ফখর-বাবর। তাদের জুটি এখন ১৫৪ রানের। ৬৯ বলে ১০৬ রানে খেলছেন ফখর। তাঁর ইনিংসে আছে ৯ ছক্কা ও ৭ চারের মার। অধিনায়ক বাবর অপরাজিত আছেন ৪৭ রানে। ৫১ বলে ১ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিনি।
এর আগে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৪০১ রান করেছে নিউজিল্যান্ড। ১০৮ রান করেন রাচিন। কেন উইলিয়ামসনও যান সেঞ্চুরির কাছাকাছি। তবে ৫ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে (৯৫)। ২৯ রান করেন ড্যারিল মিচেল। অন্যদিকে চোট কাটিয়ে একাদশে ফেরা মার্ক চ্যাপম্যান খেলেছেন ৩৯ রানের অসাধারণ এক ইনিংস।
দুজনের টর্নেডো ইনিংসের সুবাদে ৩০০ রানের কোটা পার করে ফেলে নিউজিল্যান্ড। শেষ দিকে ঝড় তুলেছেন গ্লেন ফিলিপস। তার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ৪০০ পেরুনো পুঁজি পায় দল। ফিলিপস সাজঘরে ফেরার আগে খেলেন ২৫ বলে ৪১ রানের বিস্ফোরক এক ইনিংস। ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন মিচেল স্যান্টনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post