বৃষ্টির চোখ রাঙানি শেষে রৌদ্রজ্জ্বল সিলেট স্টেডিয়াম

0
91

নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার সন্ধ্যে ৬টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্ট ম্যাচ। কিন্তু তার আগে হানা দেয় বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠ কর্মীরা মূল উইকেট রাখেন ঢেকে। অবশ্য খানিক পরই থেমে যায় বৃষ্টি। শেষ বিকেলে ভালোই রৌদ্রজ্জ্বল দেখা যাচ্ছে সিলেট স্টেডিয়ামকে।

নির্ধারিত সময়ে টস হবে ম্যাচের। বাংলাদেশ-আফগানিস্তান দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করে নিজেদের শেষ মূহুর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। দর্শকরাও গ্যালারিতে নিজের জায়গায় অবস্থান করছেন। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে দর্শকদের সংখ্যা। ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে থেকেই টিকিটের জন্য রীতিমতো টানাটানি চলছে।

টি-টোয়েন্টিতে আফগানদের বিপক্ষে টাইগারদের রেকর্ড খুব একটা স্বস্তির নয়। এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি। এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের মাঠে টি-টোয়েন্টির ইতিহাস সুখকর নয় বাংলাদেশের জন্য। এখানে এখন পর্যন্ত দুইটি টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। আর সেই দুই ম্যাচের হারের তেতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সাকিব আল হাসানের দলের সামনে আফগানিস্তান।

অধিনায়ক সাকিব আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন বৃষ্টির ভাবনায় শেষ মূহূর্তে দলের একাদশ নির্ধারণ হবে। যদি ম্যাচ পুরো ওভারের হয় তাহলে দুই স্পিনার নিয়ে ছক সাজারে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসানের সঙ্গে থাকতে পারেন আরেক বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ খেলছেন নিয়মিত। ওই আক্রমণেই ভরসা রাখতে পারেন সাকিব-হাথুরু।

সবশেষ দুই টি-টোয়েন্টি সিরিজে (ইংল্যান্ড ও আয়ারল্যান্ড) দুটি করে ম্যাচে বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলেছে। একটি করে ম্যাচে ছিল তিন স্পিনার ও তিন পেসার। তবে এবার দুই স্পিনারের সাথে থাকবেন মুস্তাফিজ-তাসকিন-হাসানদের মতো পেসাররা। এদিকে ওপেনিংয়ে লিটনের সঙ্গে একাদশে দেখা জেতে পারে রনি তালুকদারকে। নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় রয়েছেন ভালো ফর্মে। এছাড়াও শামীম পাটোয়ারি এবং আফিফ হোসেন থাকতে পারেন একাদশে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here