স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত হয় জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। হোবার্টে সোমবার ৯ ওভারের ম্যাচে জিম্বাবুয়ে করে ৭৯ রান। ৮০ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। প্রথম ওভারে প্রোটিয়ারা করে ২৩ রান। এরপর আবার বৃষ্টি নামলে লক্ষ্য ৭ ওভারে নির্ধারিত হয় ৬৪ রান। ৩ ওভারেই তারা তুলে ফেলে বিনা উইকেটে ৫১! জয় যখন আর ১৩ রান দূরে, তখন আবার বৃষ্টি নামলে আর খেলা হয়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।
বৃষ্টির মধ্যে খেলা চালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জিম্বাবুয়ের কোচ ডেভ হটন। তিনি বলেন, ‘দুই দলের জন্যই কঠিন পরিস্থিতি ছিল, কিন্তু আমরা বোলিংয়ে আসতে আসতে মাঠ আরও বেশি ভিজে যায়। স্পিনের বিপক্ষে যখন কিপার লেগ সাইডে নড়তে গেলে পিছলা খায়, বুঝতে হবে মাঠ খুবই ভেজা। আমার মনে হয় না, খেলা চালিয়ে যাওয়ার জন্য কন্ডিশন উপযুক্ত ছিল।’
হটন আরো বলেন, ‘ফলাফল পেতে সামান্য প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলার প্রয়োজন বুঝতে পারি। কিন্তু এই ম্যাচে আমরা সেই মাত্রা ছাড়িয়ে গেছি। মাঠে আম্পায়াররা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, আর তারা ভেবেছেন খেলা চালিয়ে যাওয়া যায়। আমি তাদের সঙ্গে একমত নই। কিন্তু মাঠের বাইরে থেকে আমার তেমন কিছু করার নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০