স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার দল। তবে এতে মোটেও স্বস্তিতে নেই তারা। লঙ্কানদের বিপক্ষে এদিন বাজে ব্যাটিং দেখিয়েছে দলটি।
ম্যাচের প্রথম ইনিংস যখন শেষের পথে, তখন বৃষ্টি এসে বাগড়া দিয়েছে ম্যাচে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান। দুনিথ ওয়েল্লালাগে ও চারিথ আসালঙ্কার স্পিন বিষে নীল হয়েছে মেন ইন ব্লু’দের ব্যাটিং লাইনআপ। বৃষ্টি এসে লঙ্কানদের অপেক্ষা বাড়িয়ে দিল ভারতকে অলআউট করার।
ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা আগ্রাসী করেছিল ভারত। ১১.১ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি থেকে আসে ৮০ রান। এরপর গিলকে বোল্ড আউট করে ফিরিয়ে লঙ্কানদের ব্রেক থ্রু এনে দেন ওয়েল্লালাগে। আউট হওয়ার আগে ২৫ বলে ২ বাউন্ডারিতে ১৯ রান করেন গিল।
এরপর উইকেটে এসে সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। আগের দিন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেও, এদিন ব্যর্থ হন তিনি। সেই ওয়েল্লালাগের স্পিন ফাঁদে পড়ে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি।
এক প্রান্তে ঝড়ো ব্যাটিং করে চলে রোহিতও বোল্ড আউট হন সেই ওয়েল্লালাগের বলে। আউট হওয়ার আগে অবশ্য তিনি ফিফটি তুলে নেন ব্যক্তিগতভাবে। ৪৮ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৩ রান করেন ভারত অধিনায়ক। একইসাথে ক্রিকেট ইতিহাসের ১৫ ও ষষ্ঠ ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
বিনা উইকেটে ৭৯ রান থেকে ৯১ রানে ৩ উইকেট হারিয়ে বসে বিপদে পড়ে ভারত। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেছেন লোকেশ রাহুল ও ঈশান কিষাণ। দুজনে মিলে ভালো একটি জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৬৩ রানের জুটি ভাঙে রাহুলের বিদায়ে। সেই ওয়েল্লালাগের বলেই আউট হন তিনিও। এর আগে ৪৪ বলে ২ বাউন্ডারিতে ৩৯ রান করেন রাহুল।
এরপর শুরু হয় আবার ভারতের ব্যাটিং ধস। ওয়েল্লালাগে ও আসালঙ্কার স্পিন ফাঁদে একে একে ফিরেন কিষাণ (৩৩), হার্দিক পান্ডিয়া (৫), রবীন্দ্র জাদেজা (৪), জাসপ্রিত বুমরাহ (৫) ও কুলদীপ যাদব (০)। এর মধ্যে হার্দিককে ফিরিয়েছেন ওয়েল্লালাগে। আর বাকিদের ফেরান আসালঙ্কা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত অক্ষর প্যাটেল ১৫ ও মোহাম্মদ সিরাজ ২ রান করে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার ওয়েল্লালাগে একাই ৫ উইকেট শিকার করেন। ক্যারিয়ারে এই প্রথম পাঁচ উইকেটের দেখা পেলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ওয়ানডেতে ২০ বছর ২৪৬ দিনে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ওয়েল্লালাগে। এর বাইরে ৪ উইকেট শিকার করেছেন আরেক স্পিনার চারিথ আসালঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post