বৃষ্টি জয় করা শ্রীলঙ্কার মাঠকর্মীদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার

0
36

স্পোর্টস ডেস্কঃ মোহাম্মদ সিরাজের দেখানো পথে হাঁটল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বৃষ্টি মাথায় নিয়ে শ্রীলঙ্কা পর্বের গোটা এশিয়া কাপ শেষ হয় সফলভাবে। টুর্নামেন্ট সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রীলঙ্কার মাঠকর্মীরা। কলম্বো ও পাল্লেকেলের মাঠকর্মীদের তাই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন এসিসি সভাপতি জয় শাহ।

এসিসি প্রধান জয় শাহ টুইট করে জানান, কলম্বো ও ক্যান্ডির মাঠকর্মীদের জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে ৫০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সকল মাঠকর্মী ও কিউরেটররা পাবেন এই টাকা। তিনি বলেন, ‘ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মী ও কিউরেটরদের এটা প্রাপ্য। খেলা হওয়ার জন্য দুর্দান্ত নিবেদন দেখিয়েছে। তাদের অবদানের স্বীকৃতি দেওয়া দরকার।’

ফাইনালে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে পড়া শ্রীলঙ্কা আর দাঁড়াতেই পারে নি। মাত্র ৫০ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১০ উইকেটে জিতে আবারও এশিয়ার ক্রিকেটের সেরা এখন তারা। ৭ ওভার, ১ মেডেনে ২১ রান খরচায় সিরাজ নেন ৬ উইকেট! ওয়ানডেতে ভারতের চতুর্থ সেরা বোলিং ফিগার এখন এটিই।

রেকর্ড গড়া বোলিংয়ে ফাইনাল সেরার পুরষ্কার জিতেছেন ডানহাতি পেসার সিরাজ। ম্যাচ সেরা হয়ে প্রাপ্ত পুরস্কারের অর্থটা শ্রীলঙ্কার মাঠকর্মীদের উপহার দিয়েছেন সিরাজ। ম্যাচ শেষে ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘এই অর্থ পুরস্কারটা গ্রাউন্ডসম্যানদের জন্য। তাঁদের ছাড়া এই টুর্নামেন্টটা হতো না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here