নিজস্ব প্রতিবেদক: সিলেট অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জয়ের মুখই দেখলো না হবিগঞ্জের কিশোররা। শুন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে তাদেরকে। আর আজ বৃষ্টির কল্যাণে সুনামগঞ্জের সেমিফাইনালের স্বপ্ন ঠিকে রইলো।
গ্রুপ পর্বে একটি ম্যাচও জিতেনি হবিগঞ্জ। সুনামগঞ্জ সিলেট-মৌলভীবাজার কাছে হারলেও হবিগঞ্জকে হারায়।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়ে ছিলো হবিগঞ্জ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ও সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। ম্যাচটিতে যারা জিতবে তারাই সেমিফাইনালে চলে যাবে পরিসংখ্যান এমন ছিলো।
কিন্তুু মাঠে গড়ায়নি খেলা। বৃষ্টির কারণে দিনবর অপেক্ষা শেষে দুপুর ২ টায় আম্পায়ার ইসমত আলী ও আজিজ আহমদ ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন।
আজকের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যাক্ত হয়ে যাওয়াতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় সুনামগঞ্জের। আর টুর্ণামেন্ট থেকে শুন্য হাতে বিদায় নিতে হলো হবিগঞ্জকে।
সুনামগঞ্জের এখনো ফাইনালে যাওয়ার সম্ভাবনা ঠিকে রইলো। আগামিকাল সিলেট বনাম মৌলভীবাজারের সেমিফাইনালে পরাজিত দলটির সঙ্গে খেলতে হবে সুনামগঞ্জকে। সেখানে জয় লাভ করতে পারলে ফাইনাল খেলার সুযোগ পাবে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০