নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনেও বৃষ্টির বাঁধার মুখে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার ম্যাচ। দিনের খেলা শুরু হতে দেরী বৃষ্টির বাঁধার মুখে। অবশ্য সিলেটের আকাশে এখন আর কোনো মেঘ নেই।
আকাশ এখন পুরো পরিষ্কার। ইতিমধ্যেই ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শন করে গেছেন। নির্ধারিত হয়ে গেছে তৃতীয় দিনের খেলা শুরুর সময়। বেলা ১১টায় শুরু হবে ম্যাচ। পুরো দিনের একটা হিসাবও করে ফেলেছে আম্পায়াররা।
এদিন মধ্যাহ্ন বিরতি হবে দুপুর সাড়ে ১২টার দিকে। বিকাল সোয়া ৩টার দিকে দেওয়া হবে চা-বিরতি। আর সন্ধ্যা প্রায় পৌনে ৬টা পর্যন্ত খেলা চালানো হবে। সব মিলিয়ে ৮৭ ওভার খেলা হবে। যদি এর মাঝে আর বৃষ্টি বাগড়া না দেয়, তাহলে এভাবেই হবে তৃতীয় দিনের খেলা।
এদিকে কাল যেখানে শেষ করেছিল ক্যারিবিয়ানরা, সেখান থেকেই নিজেদের প্রথম ইনিংসে আজ আবার ব্যাট করতে নামবে উইন্ডিজ দল। দিন শেষে দলটির সংগ্রহ ছিল ১২৩ ওভারে ৬ উইকেটে ৪১৭ রান। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অধিনায়ক জশুয়া ডা সিলভা অপরাজিত ছিলেন ৭৩ রানে। অপরদিকে কেভিন সিনক্লেয়ার ফিফটির দৌড়ে ছিলেন ভালোভাবে। তিনি অপরাজিত ছিলেন ৪৭ রানে।
বাংলাদেশের হয়ে মুশফিক হাসান ৩ উইকেট শিকার করেন। ১টি করে উইকেট লাভ করেছেন সাইফ হাসান, নাঈম হাসান ও রিপন মণ্ডল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা