স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলেরই পয়েন্টের খাতা শুন্য। দুই দলের বিদায় হয়ে গেছে। তবুও নিয়ম রক্ষার ম্যাচকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খাতা-কলমে নিয়রম রক্ষার ম্যাচটা দুই দলের কাছেই অতি গুরুত্বপূর্ণ। দুই দলের কোচিং স্টাফের দু’জন সদস্য সেটাই মনে করিয়ে দিয়েছেন ম্যাচের আগের দিন।
দুই ম্যাচ করে খেলা পাকিস্তান ও বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। আজকের ম্যাচটি হয়ে গেলে একটি দলের অর্জনের খাতা থাকবে শুন্য। আরেকটি দল দুই পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারে। তবে বৃষ্টি হয়তো সমান করে দেবে দুই দলকে। বেরসিক বৃষ্টি হয়তো চাইছে না কেউ শুন্য হাতে বাড়ি ফিরুক। তাই এক এক করে পয়েন্ট ভাগ করে দিতে পারে দুই দলকে।
রাওয়ালপিন্ডির আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি ম্যাচটি পণ্ড করে দিলে একটি করে পয়েন্ট পাবে দুই দল। শেষ পর্যন্ত এটাই হতে পারে। নিয়ম রক্ষার ম্যাচে শান্তনার একটি করে পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারে বাংলাদেশ-পাকিস্তান। আবার ম্যাচ হলে একটি দলকে শুন্য হাতেই শেষ করতে হবে টুর্নামেন্ট। স্থানীয় আবহাওয়া অফিস বলছে- আজ দুপুর থেকে রাত নয়টা-দশটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। সম্ভাবনা ৪০ থেকে ৫০%। মানে বৃষ্টি নাও হতে পারে। অথবা কম বা কম সময় হতে পারে। তবে গত কয়েক দিন থেকেই বৃষ্টি হচ্ছে রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তানের কোচিং স্টাফের সদস্য সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ম্যাচটাকে ভীষন গুরুত্বপূর্ণ মনে করছেন। তিনি বলেন ‘কালকের (আজ) ম্যাচটা অন্য যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। জীবনে আপনি যখন একবার পিছিয়ে পড়বেন, আপনি চেষ্টা করবেন একটা ভালো কিছু করে আবার জীবনে ফিরতে। কালকের (আজ) দিনটা সেদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
নিয়ম রক্ষার ম্যাচ হলেও খেলোয়াড়দের খেলতে হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা যারা বাইরে আছি, আমরা শুধু একটা ম্যাচ ধরেই আমাদের মনোযোগটা দিই। তবে খেলোয়াড়দের জন্য প্রতিটা ম্যাচই চাপের। ব্যাটিং করতে যাবেন, কিছুই সহজ নয় সেখানে। সব সময় শূন্য থেকে শুরু করতে হয়। আর এটা তো চ্যাম্পিয়নস ট্রফি, কোনো বাছাইপর্বের খেলা নয়।’
বাংলাদেশের কোচিং স্টাফের সদস্য সালাউদ্দিনের কাচেও ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আপনি কখন, কোন সময় আত্মবিশ্বাস পাবেন এবং কখন আপনার জীবনের মোমেন্টাম ঘুরে যাবে, কেউ বলতে পারে না। আমি মনে করি, প্রতিটা ম্যাচই প্রত্যেক খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেও অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক০০