স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ড সফর করছে। সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ মাঠে নামার কথা ছিল বাংলাদেশ দলের। শুক্রবার ছিল সেই প্রস্তুতি ম্যাচের তারিখ। বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় (৩.৪৫টা) শুরু হওয়ার কথা ছিল ম্যাচ।
তবে ক্যামব্রিজের ফেনারস মাঠে আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। বৃষ্টি বাগড়া দিয়েছে ম্যাচে। ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি ছিল মাঠে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি। এমনকি এক ঘন্টারও বেশি সময় পার হয়ে গেলেও, শুরু করা যায়নি ম্যাচ।
যদিও সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগের তুলনায় আকাশ এখন অনেকটাই পরিষ্কার। তবে ম্যাচ শুরুর সম্ভাব্য সময় জানা যায়নি। ৫০ ওভারের ম্যাচটি আদৌও মাঠে গড়াবে কিনা তা নিয়ে আছে সংশয়। এমনও হতে পারে, ওভার কমিয়ে মাঠে গড়াবে খেলা।
এই ম্যাচে থাকছেন না সাকিব আল হাসান। তিনি যুক্তরাষ্ট্র থেকে এখনও যোগ দেননি দলের সাথে। সিরিজ শুরুর আগেই পরিবারের সাথে ছুটি কাটিয়ে দলে যোগ দেওয়ার কথা রয়েছে এই বাঁহাতি অলরাউন্ডারের।
আগামী ৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১২ ও ১৪ মে যথাক্রমে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post