নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম ওয়ানডে ভেস্তে গেছে বৃষ্টিতে। পরিত্যক্ত হওয়ায় খেলা হয়নি ভালোভাবে। বাংলাদেশ ব্যাটিং করতে পারলেও, আয়ারল্যান্ড দল খেলতে পারেনি ২০ ওভারও। শেষ পর্যন্ত পরিত্যক্ত হওয়ায় অমীমাংসিত থেকে যায় দুই দলের লড়াই।
প্রথম ওয়ানডের পর এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল। ১২ মে, শুক্রবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে দুই দলের লড়াই। ইংল্যান্ডের চেমসফোর্ডেই যথারীতি অনুষ্ঠিত হবে ম্যাচ।
শক্তিমত্তার দিক দিয়ে ফেবারিট থাকলেও, প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং বেশ শঙ্কার কারণ দেখিয়েছে। যদিও দল ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে, সেই বার্তাও মিলেছে মুশফিক-শান্তদের ব্যাটে। দ্বিতীয় ম্যাচে টপ অর্ডার ব্যাটিং আলো ছড়াবে সেই প্রত্যাশায় টাইগার সমর্থকরা।
এদিকে আয়ারল্যান্ড দলের কাছে সিরিজটি গুরুত্বপূর্ণ ছিল। কেননা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ সিরিজটি। বিশ্বকাপে সরাসরি খেলার জন্য আইরিশদের সুযোগ ছিল। সেজন্য বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হতো তাদের। তবে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায়, সেই সুযোগ আর নেই এখন। ৮ নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আইরিশদের খেলতে হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার।
প্রথম ম্যাচের মতো এই ম্যাচও বৃষ্টি বাঁধায় পড়বে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা কিনা ম্যাচে ব্যাঘাত ঘটাতে পারে ভালোভাবেই।
দেশীয় কোনো টিভি চ্যানেল সম্প্রচার করছে না। টাইগার সমর্থকদের তাই খেলা দেখতে হবে আইসিসি টিভিতে। তবে ফ্রিতেই দেখা যাবে খেলা। দেশী কয়েকটি চ্যানেল খেলা সম্প্রচার করতে আগ্রহী হয়েছিলো। কিন্তুু আয়ারল্যান্ডের বোর্ডের কাছ থেকে স্বত্ব কেনা প্রিমিয়ার স্পোর্টস বাংলাদেশী চ্যানেলগুলোর কাছে সম্প্রচার স্বত্ব বিক্রি করেনি। প্রতিষ্ঠানটি অতিরিক্ত অর্থ চেয়ে বসে, যা পরিশোধ করতে অনীহা দেখায় দেশের চ্যানেগুলো। তাদের দাবি এই বিপুল অর্থ দিয়ে সম্প্রচার স্বত্ব কেনে তা উঠানো কঠিন হয়ে যাবে।
তবে হতাশ হওয়ার কারণ নেই সমর্থকদের। আইসিসির নিজস্ব টিভিতে সরাসরি খেলা দেখা যাবে। আর সেটা একেবারে বিনামূল্যে। শুধুমাত্র ফ্যান একাউন্ট রেজিস্ট্রেশনের মতো ছোট্ট কাজ সম্পন্ন করেই সরাসরি আইসিসি টিভিতে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাধারণত আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। তবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখতে হলে একটি ফ্যান একাউন্ট খুলতে হবে। সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়ে বিনামূল্যেই একাউন্ট করা যাবে। আর সেই একাউন্ট দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ দেখা যাবে সরাসরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা