নিজস্ব প্রতিবেদক:: সিলেট ক্রিকেট স্টেডিয়াম দুইয়ে সকালে টস জিতলেই ম্যাচ জেতার হার অনেকাংশে বেড়ে যায়। ফিল্ডিং নিলেই প্রতিপক্ষকে অল্পতে আটকে দেওয়া সহজ হয়ে যায়। তার ওপর রোববার রাতের বৃষ্টি, সকালেও ম্যাচের মধ্যে বৃষ্টির হানা।
টস জিতে তাই ফিল্ডিং নেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশের শুরুটা তাই বিপর্যয় দিয়েই। ব্যাটিং ব্যর্থতায় টাইগ্রেসরা মাত্র ৭০ রানেই থেমে যায়। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৮ উইকেটে ৭০ রান পূঁজি স্বাগতিকদের।
টাইগ্রেসদের তিন ব্যাটার এক অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। ইনিংস সর্বোচ্চ ২৪ রান করে অপরাজিত থেকেছেন সালমা খাতুন। ২৯ বলের ইনিংসে দু’টি চার হাঁকিয়েছেন তিনি। দুই চারে ৩০ বলে ১৭ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা। ১২ রান এসেছে লতা মন্ডলের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে দিনা বিগ ও নাদিয়া ধর ২টি করে উইকেট লাভ করেন।
৭১ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০