বৃষ্টি যেন থামছেই না সিলেটে

0
116

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের রেকর্ড সংগ্রহের পরই সিলেটে হানা দেয় বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ঝরছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরুর শেষ সময় ৯.৩৩ মিনিট। এর মধ্যে খেলা শুরু সম্ভব না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে।

টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৪৯ রান করে। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। মাত্র ৬০ বলে অপরাজিত ১০০ রান করেছেন তিনি। ৭১ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন দাস। ৩ চার ও ৩ ছক্কায় এই ইনিংস সাজিয়েছেন তিনি। নাজমুল হোসেন শান্ত ৭৭ বলে ৭৩ রান করে আউট। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেন নি এই বাঁহাতি। ৩ চার ও ২ ছক্কায় তাঁর ইনিংস সাজান তিনি।

এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়েন মুশফিক। এই দুজন আইরিশ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালিয়েছেন তারা। মাত্র ৩৮ বলে দুজন গড়েন জুটির পঞ্চাশ। মুশফিক তুলে নেন ৩৩ বলে ফিফটি। মাত্র ১ রানের আক্ষেপে পুড়েছেন হৃদয়। মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে আউট হয়েছেন তিনি। ৩৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৯ রান করেন তিনি।

হৃদয় ফিরলেও ঝড় থামে নি মুশফিকের। একের পর এক বাউন্ডারিতে ছুটছিলেন রেকর্ড সেঞ্চুরির দিকে। আর শেষ পর্যন্ত সেই সেই মাইলফলকও স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার। ওয়ানডে ক্রিকেটে ৭ হাজারী ক্লাবে প্রবেশ করার দিনে দ্রুততম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মাত্র ৬০ বলে সেঞ্চুরি হাঁকান মুশফিক, বাংলাদেশের হয়ে যেটি এখন দ্রুততম। মুশফিক ভাঙলেন সাকিবের রেকর্ড, ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দুটি সেঞ্চুরি ছুঁয়েছিলেন ৬৩ বলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here