স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতেও বেরসিক বৃষ্টি হানা দিয়েছে। গায়ানায় বৃষ্টি চলছে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। টাইগারদের এবারের ক্যারিবিয়ান সফরে বৃষ্টি বেশ ভোগান্তি দিচ্ছে।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। বাকী ম্যাচগুলো বৃষ্টির শঙ্কা নিয়ে মাঠে গড়িয়েছিলো। বিলম্বে শুরু হয়ে ছিলো। ওয়ানডে সিরিজের আগে টিমতো অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। বেরসিক বৃষ্টিতে ভেসে যায় অনুশীলন পর্বও।
এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বৃষ্টির শঙ্কা। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তুু গায়ানায় এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে। স্থানীয় আবহাওয়া বার্তা জানাচ্ছে, পুরোটা দিন বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ারও সম্ভাবনা আছে।
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি আজ। দ্বিতীয় ম্যাচটি ১৩ জুলাই ও তৃতীয় ম্যাচটি ১৬ জুলাই অনুষ্টিত হবে গায়ানায়। এর আগে বাংলাদেশ দল স্বাগতিকদের কাছে টেস্ট সিরিজে হেরেছে ২-০ ব্যবধানে। তিন ম্যাচের টি-২০ সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০