স্পোর্টস ডেস্কঃ এক বছর বেকার থাকার পর নতুন ক্লাব পেলেন দাভিদ ডি গিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষকের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। তবে সুযোগ আছে চুক্তি আরও এক বছর বাড়ানোর।
২০২৩ সালের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয় ডি গিয়ার। ক্লাবটিতে ১২ মৌসুমে হয়ে লিগ শিরোপা, এফএ কাপ, লিগ ও ইউরোপা লিগ জেতেন তিনি। এর আগে ২০১১ সালে ১ কোটি ৮৯ লাখ পাউন্ডে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যান ইউতে যোগ দেন ডি গিয়া। দীর্ঘ ১২ মৌসুমে রেড ডেভিলদের হয়ে ৫৪৫টি ম্যাচে খেলেন তিনি।