স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অন্য গোলটি লাউতারো মার্টিনেজের। আর্জেন্টিনা টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত। ২০১৯ কোপা আমেরিকা সেমিফাইনালে সর্বশেষ হেরেছিল লাতিন আমেরিকার দলটি। জাতীয় দলের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চসংখ্যক ম্যাচ অপরাজিত থাকার নজির। ৩৭ ম্যাচ অপরাজিত থেকে শীর্ষে ইতালি।
হন্ডুরাসের বিপক্ষে একাদশে একাধিক রদবদল এনেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। গত জুনে সবশেষ এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে কয়েকজনকে বাদ দিয়ে দল সাজান ২০২১ কোপা আমেরিকা জয়ী এই কোচ। হন্ডুরাস ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলদাতা মার্টিনেজকে তুলে হুলিয়ান আলভারেজকে নামান আলবিসেলেস্তে কোচ স্ক্যালোনি। ৬৪ মিনিটে বদলি হিসেবে নামেন বেনফিকার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এঞ্জো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধে কোচ সুযোগ দিয়েছেন ডিফেন্ডার নেহুয়েল পেরেজকে। জার্মান পেজ্জেলার বদলি নামেন তিনি। ৭২তম মিনিটে রদ্রিগো ডি পলের বদলি নামেন ম্যাক অ্যালিস্টার। এরপর লো সেলসোর বসিয়ে স্কালোনি নামান অ্যানহেল কোরেয়াকে। পুরো ম্যাচের এই রদবদলে পরিসংখ্যানে দাপট আলবিসেলেস্তেদের। ম্যাচের ৬৮ শতাংশ সময় বল দখলে ছিল তাদের, গোলমুখে মেসিদের ১৩ শটের বিপরীতে হন্ডুরাস নিতে পেরেছে কেবল দুটি।
ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘ম্যাচটি প্রত্যাশা অনুযায়ী শেষ হয়েছে। আমি সন্তুষ্ট। যে সমস্ত খেলোয়াড়রা খেলার সুযোগ পায়নি তাদেরকে বলবো সবাই প্রস্তুত হও। আমি বেশ কিছ বদলী বেঞ্চের খেলোয়াড়দের কাল মাঠে নামিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারাই খেলতে নেমেছে তারাই নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০