বেঞ্চ গরম করেই আইপিএল কাটাচ্ছেন ডি কক, একাদশে নেই স্টোকসও

0
73

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। লখনৌর ঘরের মাঠে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৪টায়। তবে বৃষ্টির কারণে পিছিয়ে গেছে ম্যাচটি। ৪.১৫টা থেকে শুরু হয়েছে ম্যাচ।

আধা ঘন্টা পিছিয়ে বিকাল ৪টায় হয়েছে টস। আর সেই টস জিতেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টস। লোকেশ রাহুল ইনজুরিতে থাকায় লখনৌর অধিনায়ক তিনিই।

এই ম্যাচে লখনৌর একাদশে নেই লোকেশ রাহুল। দলটিতে দুই পরিবর্তন হয়েছে। একাদশে জায়গা পেয়েছেন মানান ভোহরা ও করণ শর্মা।  এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি কুইন্টন ডি ককের। বেঞ্চে গরম করেই আইপিএল কাটাচ্ছেন তিনি।

এদিকে চেন্নাইয়ের একাদশেও এক পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন দীপক চাহার। বিপরীতে বাদ পড়েছেন আকাশ সিং। নেই বেন স্টোকস। ইনজুরির কারণে চেন্নাইয়ের একাদশে টানা ৮ ম্যাচ ধরে অনুপস্থিত তিনি।

চেন্নাই সুপার কিংস একাদশ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াদ, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।

লখনৌ সুপার জায়ান্টস একাদশ
ক্রুণাল পান্ডিয়া (অধিনায়ক), কাইল মায়ার্স, মানান ভোহরা, দীপক হুদা, মার্কাস স্টোয়নিস, , নিকোলাস পুরান, মহসিন খান, আয়ূশ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, নাভীন উল হক ও রবি বিষ্ণুই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here