বেতন কমাচ্ছেন রোনালদো, তবুও ছাড়তে চান ম্যানইউ

0
42

স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ সুপার স্টারকে নিতে চায়নি চেলসি, বার্সা, বায়ার্ন মিউনিখ আর পিএসজির মতো ক্লাবগুলো। কারণ একটাই তার উচ্চ বেতন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা এবার বেতন কমিয়েও ক্লাব ছাড়ততে চাইছেন। বর্তমান বেতনের ৩০ শতাংশ তিনি কমাতে রাজি রয়েছেন।

ম্যানইউতে সিআর সেভেন বর্তমানে বছরে তিন কোটি ইউরো বেতন পাচ্ছেন। তার বেতনের পিছনে এই বিপুল ব্যয় করতে চাইছে না কোনো ক্লাবই। তাই ম্যানচেস্টার ইউনাইটেডও ছাড়তে পারছেন না তিনি। তবে শেষ পর্যন্ত বেতন কমাতে রাজি হয়েছেন রোনালদো। আর তাতেই তার প্রতি আগ্রহ দেখাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস জানিয়েছেন, অ্যাটলেটিকো মাদ্রিদ আগ্রহ দেখিয়েছে এই তারকার প্রতি। যুক্তরাষ্ট্রের নিউজ নেটওয়ার্ক সিবিএসের বরাতে স্প্যানিশ দৈনিক এএস খবর দিয়েছে, রোনালদো বেতন ৩০ শতাংশ কমাচ্ছেন। তবুও তিনি ম্যানইউতে থাকতে চাইছেন না। এই তারকার দলবদল নিয়ে অনেক নাটক হচ্ছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস আরো জানিয়েছে, রোনালদো বেতন কমাতে রাজি হওয়াতে অ্যাটলেটিকো মাদ্রিদের কর্মকর্তারা আগ্রহী হচ্ছেন। সিআর সেভেনের এজেন্টের সঙ্গে তারা কথাবার্তাও চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত আসলে কি হচ্ছে পর্তুগিজ ফুটবল রাজার দল বদল নি‍য়ে সেটা কিন্তুু নিশ্চত নয় কেউই।

ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তুু আগের অবস্থানেই আছে। তারা রোনালদোকে বিক্রি করতে চাইছে না। দলটির নতুন কোচ জানিয়েছেন, তিনি এই তারকাকে দলেই চান। ক্লাবটির কর্তারাই ইতিমধ্যে জানিয়েছেন, সিআর সেভেন বিক্রির জন্য নয়। হয়তো ক্লাবের বিজ্ঞাপন বাজার দরে রাখতেই তাদের ‘না’ ছাড়ার এই মনোভাব। কিন্তুু চ্যাম্পিয়ন্স লিগে খেলা দেখার স্বপ্ন এই তারকা ছাড়তে চান ক্লাব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here