বেনজেমার গোলের পরও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিল ডেনমার্ক

0
8

স্পোর্টস ডেস্কঃ গেল ইউরো চ্যাম্পিয়নশিপ থেকেই বেশ ফর্মে আছে ডেনমার্ক। আর তাদের সেই ফর্ম চলছেই। এবার উয়েফা নেশন্স লিগে দলটি বেশ ভালো শুরু পেয়েছে। হারিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। দলটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ড্যানিশরা।

প্যারিসের স্তাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে আসেনি কোনো গোলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রান্সকে এগিয়ে নেন করিম বেনজেমা। ৫১তম মিনিটে দৃষ্টিনন্দন এক গোলে কেড়ে নেন সব আলো। স্বাগতিক সমর্থকদের ভাসান আনন্দে। ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটানো বেনজেমা জাতীয় দলেও টেনে নেন সেটি।

তবে সেই গোলের আনন্দ স্থায়ী হলো না বেশি সময়। আন্দ্রেয়াস কর্নিলিউস বেনজেমা থেকে কেড়ে নেন সব আলো। ৬৮ তম মিনিটে ও ৮৮ তম মিনিটে জোড়া গোল করে দলকে এনে দেন দারুণ জয়। বিশেষ করে শেষ মূহুর্তে ৯০ মিনিটের মিনিট দুয়েক বাকি থাকতে গোল করে দলকে আনন্দে ভাসান। নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। আর এতেই উচ্ছ্বাসে ভাসে গোটা ডেনমার্ক।

২-১ গোলের জয়ের ম্যাচে বল দখল কিংবা শট নেওয়া সব জায়গায় পিছিয়ে ছিল ডেনমার্ক। তারকাখ্যাতিও বেশি ফরাসিদের। এছাড়া প্রতিপক্ষের মাঠে খেলা। সেখান থেকে দুর্দান্ত এক জয়ই তুলে নিল দলটি।

ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রাখা ফ্রান্স ১৯টি শট নিলেও গোলমুখে রাখতে পারে মাত্র ৬টি। আক্রমণে তেমন ধার ছিল না স্বাগতিকদের। এছাড়া প্রথমার্ধের আগমূহুর্তে চোট পেয়ে এমবাপের ছিটকে যাওয়া বেশ ভুগিয়েছে ফ্রান্সকে। অপরদিকে ৪০ শতাংশ বল দখলে রাখা ডেনমার্ক সব মিলিয়ে শট নেয় ৮টি। যার মধ্যে ৪টি রাখতে পারে গোলমুখে। লিগ ‘এ’র গ্রুপ ওয়ানে নেশন্স লিগের শুরুটা বিবর্ণ হয়েই রইল ফরাসিদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here