স্পোর্টস ডেস্কঃ লা লিগায় রোববার রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ৬-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল এ জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে। পয়েন্ট টেবিলে রিয়ালের ২৭ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৫৯-এ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করে রিয়াল। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো দলকে প্রথম লিড এনে দেন। এরপর বেনজেমা দ্যুতিতে মাতে সান্তিয়াগো বার্নাব্যু। ২৯ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন এই ফ্রেঞ্চ তারকা। ৩২ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড। ৩৬ মিনিটে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন তিনি। পূর্ণ করেন হ্যাটট্রিক।
৬৫ মিনিটে বেনজেমার বদলি নামেন ইডেন হ্যাজার্ড। ম্যাচের ৭৩ মিনিটে নিজেদের পঞ্চম গোলের দেখা পায় মাদ্রিদ। রদ্রিগোর পাসে কাছ থেকে দুর্দান্ত শটে রিয়াল মাদ্রিদকে ৫-০ ব্যবধানে এগিয়ে নেন মার্কো অ্যাসেনসিও। আর যোগ করা সময়ে হ্যজার্ডের পাস থেকে দলের ষষ্ঠ গোলটি করেন লুকাস ভাসকেস।
ম্যাচ শেষে ভাসকেসের প্রশংসা কুড়িয়েছেন বেনজেমা। ভাসকেস বলেন, ‘করিম একজন অসাধারণ খেলোয়াড়, বিশ্বমানের তারকা। এখানে সে ১৪ বছর যাবত খেলছে এবং প্রতিদিনই নিজেকে পরিনত করে তুলছে। বছরের পর বছর সে মাদ্রিদের নাম্বার নাইন জার্সি ধরে রেখেছে। তাকে নিয়ে খুব বেশী কিছু বলার নাই। তার জন্য আমি দারুন খুশী, বেনজেমার সাথে একই দলে খেলতে পেরে আমি সত্যিই সৌভাগ্যবান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post