স্পোর্টস ডেস্কঃ লা লিগায় চলতি মৌসুমে নিজেদের প্রতাপ ছড়াতে পারছে না রিয়াল মাদ্রিদ। টেবিল টপার বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা অনেকখানি হওয়ায় চাপে আছে কার্লো আনচেলত্তির দল। এবার তাদের দুঃসংবাদ করিম বেনজেমা ও অ্যাদুয়ার্দো কামাভিঙ্গার চোট।
লিগে মঙ্গলবার জিরোনার মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে বেনজেমা-কামাভিঙ্গাকে পাচ্ছে না মাদ্রিদের দলটি। কোচ আনচেলত্তি দুই ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না। তাই তাদেরকে জিরোনা ম্যাচের স্কোয়াডে রাখেন নি তিনি।
আনচেলত্তি বলেন, ‘বেনজেমা ও কামাভিঙ্গা জিরোনার বিপক্ষে ম্যাচে খেলবে না। বেনজেমার হালকা চোট যদি সেরে ওঠে, তাহলে সে আলমেইরার বিপক্ষে খেলবে। সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেল্তা ভিগো ম্যাচে কামাভিঙ্গা পুরো সময় খেলেছিল, কিন্তু সে পরে কিছুটা অস্বস্তিবোধ করে। আশা করি, তাদেরকে আলমেইরার বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে।’
৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার ঘ্রাণ পাচ্ছে বার্সেলোনা। কাতালানদের পরবর্তী ম্যাচ রায়ো ভায়োকানোর বিপক্ষে। বুধবার হবে ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০