স্পোর্টস ডেস্ক:: বাবর আজমদের জন্য ম্যাচটি বাঁচা মরার। শ্রীলঙ্কার জন্য একই। যারা জিতবে তারাই যাবে এশিয়া কাপের ফাইনালে। সেই ম্যাচেও বাগড়া দিলো বেরসিক বৃষ্টি। নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচটি।
কলম্বোতে বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। টসও হয়নি। এই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কপাল পুড়বে পাকিস্তানের। কারণ নীট রানরেটে যে দলটি পিছিয়ে আছে। -০.২০০ নীট রানরেটে শ্রীলঙ্কা এগিয়ে আছে। পাকিস্তানের নীট রানরেট -১.৮৯২।
বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে নীট রানরেটে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা খেলবে ফাইনাল। বাড়ীর পথ ধরতে হবে পাকিস্তানকে। বাবর আজমদের জন্য তাই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ।
কবে নাগাদ ম্যাচটি শুরু হবে সেটাও নির্ধারণ হয়নি এ প্রতিবেদন লেখা পর্যন্ত। নির্ধারিত সময়ে টসই করতে পারেননি আম্পায়াররা। বৃষ্টি থামলে, মাঠ প্রস্তুুত হলে তবেই শুরু হবে ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০