স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ শেষেই বেলজিয়াম জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়েন রবার্ত মার্টিনেজ। এই স্প্যানিশ কোচ দায়িত্ব ছাড়ার পর এতোদিন প্রধান কোচ নিয়োগ দেয় নি ইউরোপের দেশটি। অবশেষে নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম।
ডোমেনিকো টেডেস্কো বেলজিয়ামের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ) পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে আসন্ন ইউরো ২০২৪ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন টেডেস্কো।
আরবিএফএ জানায়, ‘টেডেস্কোর মিশন হচ্ছে রেড ডেভিলসদের ইউরো ২০২৪ আসরে কোয়ালিফাই করানো।’ ইউরোর আগামী আসরের বাছাই অনুষ্ঠিত হবে জার্মানিতে। আগামী ২৪ মার্চ স্টকহোমে বাছাইপর্বের প্রথম ম্যাচে সুইডেনের মোকাবেলা করবে বেলজিয়াম।
বেলজিয়ামের সাবেক কোচ মার্টিনেজ এরই মধ্যে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। গত মাসের শুরুতে কোচ হিসেবে তাকে নিয়োগ দেয় পর্তুগাল। এদিকে র্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থানে থেকে কাতার বিশ্বকাপ খেলতে আসে বেলজিয়াম। এই দলকে ধরা হচ্ছিল ফেভারিট দলগুলোর একটি হিসেবে। তবে তারকাখচিত দলটির ফুটবলাররা নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন।
Discussion about this post